সাধ্য অনুযায়ী নিয়মিত আমল করা । Regular Worship According to Ability

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সাধ্য অনুসারে আমল করো।
কেননা আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাওয়াব দিতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা ইবাদত করতে বিরক্তি বোধ করো।
-
উম্মুল মুমিনিন আয়েশা রাদিআল্লাহু আনহা বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে
সবচেয়ে প্রিয় আমল ছিল যা তিনি নিয়মিত করতেন, যদিও সেটা পরিমাণে কম ছিল। তিনি যখন কোনো নামাজ আদায় করতেন,
তখন তা নিয়মিতভাবে করতেন।
-
সূত্র: সহীহ আল বুখারী: ১৯৭০; সহীহ মুসলিম: ২/৮১১